অসহায়,সুবিধা বঞ্চিত ও অবহেলিত প্রতিবন্ধী জনসংখ্যার এক বিরাট অংশ। যাদেরকে উপযুক্ত চিকিৎসা সেবা ও প্রশিক্ষণের মাধমে সুস্থ ও দক্ষ করে গড়ে তুলে উন্নয়নের মূল ধারায় সক্রিয় অংশগ্রহণ বাড়াতে সমাজকল্যাণ মন্ত্রণালয় এর অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন নিরলস কাজ করে চলেছে । দেশ গঠনে প্রতিবন্ধী সমাজের দ্বায়িত্ববোধ জাগ্রত করা ও গঠন মূলক মানসিকতা সৃষ্টি করে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ বাড়াতে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন শুরু থেকেই বিভিন্ন বাস্তবমূখী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে আসছে।
১৯৯৪ সালে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন সৃষ্টি হয়। ২০১০ সালের জানুয়ারী থেকে প্রতিবন্ধিদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ৫ টি জেলাই প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র চালু করা হয়।এই ৫ টি জেলার মধ্যে সিঙ্গাইর এ ২০১০ সালের ১৩ মার্চ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর অধীনে সিঙ্গাইর এ এই কেন্দ্রটির কার্যক্রম শুরু হয়।